তুমি কি রোবটিক্স নিয়ে আগ্রহী? শুধু রোবটিক্স কেন - প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ওয়েব/অ্যাপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি নিয়ে কি তোমার আগ্রহের সীমা নেই? এগুলা নিয়ে কাজ করে, নিজের স্কিল বাড়িয়ে এবং তোমার প্যাশন দেখিয়ে তুমি কি তোমার ক্যাম্পাসের Hero হয়ে যেতে চাও? তাহলে তোমাদের জন্যই রয়েছে RoboAdda প্ল্যাটফর্মটি।
RoboAdda হচ্ছে একটি টেকনোলজি বেজড কমিউনিটি প্ল্যাটফর্ম। টেকনোলজি নিয়ে যারা কাজ করে তাদের একটি কমিউনিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজ করছে তারা। শুধু যারা কাজ করে তারা না বরং যাদের এ সব বিষয়ে আগ্রহ রয়েছে এবং ফিউচারে এসব ক্ষেত্রে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় তাদের নিয়েও কাজ করবে তারা। টেকনোলজির শিক্ষা সহজ ভাবে, মজা নিয়ে, সহজলভ্য ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া আর সবার জন্য কাজের সুযোগ করে দেওয়া তাদের লক্ষ্য।
তারা তাদের এই প্রচেষ্টা এবং একটি সার্বজনীন কমিউনিটি বিল্ডআপের প্রচেষ্টায় পৌঁছে যেতে চায় প্রতিটি ইন্সটিটিউট এর কোণায় কোণায়। এক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে একটি RoboAdda Campus Representetive টিম। যদি তুমি হতে চাও সেই টিম এর একজন যুগান্তকারী সদস্য এবং নিজের স্কিল আরো কয়েক গুণে বাড়িয়ে নিতে চাও তাহলে দেরী না করে নিচের লিংক এর ফর্ম টি পূরণ কর।
কারা আবেদন করতে পারবে?
১. যেকোন স্কুল কিংবা কলেজের বর্তমান শিক্ষার্থী হতে হবে।
২. কাজের ব্যাপারে ডেডিকেটেড থাকতে হবে।
৩. আগে কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে এসব বিষয়ে অবশ্যই বেশ আগ্রহ থাকা লাগবে।
তুমি কি পাবে?
১. একটি সার্টিফিকেট যা তোমাকে ফিউচারে অন্যদের থেকে নি:সন্দেহে এগিয়ে রাখবে।
২. তোমার কাজের উপর রিকমেন্ডেশন লেটার।
৩. তাদের সব কোর্স একসেস করতে বিশেষ সুবিধা
৪. তাদের সব ইভেন্টে অংশ নিতে বিশেষ সুবিধা
৫. বিভিন্ন রিসোর্সফুল পার্সনদের সাথে নেটওয়ার্ক বিল্ডআপ এর সুযোগ
৬. টেকনোলজি (রোবোটিক্স, প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ওয়েব/অ্যাপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি) নিয়ে কাজ করতে তাদের টিমের থেকে সাপোর্ট।
৭. তাদের ফিজিক্যাল ইভেন্টে অংশ নেওয়া এবং বিভিন্ন রিসোর্সফুল পার্সনদের সাথে মিটআপের সুযোগ।
৮. একটি এক্সপার্ট আর ক্রিয়েটিভ টিমের সাথে কাজ করার সুযোগ।
৯. তোমার পার্ফর্ম্যান্সের ভিত্তিতে পরবর্তীতে ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল, ২০২১
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/MjhbXzCP87wCWdXP8
আরও বিস্তারিত জানতে: https://roboadda.com.bd/join-us/
Facebook Page:
Tags:
Internship