Bangladesh Robot Olympiad 2021

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী খুদে রোবটবিদদের মেধার অন্বেষণের একটি অলিম্পিয়াড। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বিশ্বমঞ্চে রোবটিক্স বিষয়ে অনূর্ধ্ব ১৮ শিক্ষার্থীদের বাংলাদেশকে উপস্থাপন করার জন্য সেরা খুদে রোবটবিদদের বাছাই করা হয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডিভিশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স বিভাগ যৌথভাবে প্রতিবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করে। আর এর বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ৭-১৮ বছরের শিক্ষার্থীরা জুনিয়র ও চ্যালেঞ্জ গ্রুপে বিভক্ত হয়ে ৫ টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে – রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট গ্যাদারিং, রোবটিক কুইজ, রোবটিক্স কুইক কুইজ। ২০১৮ সাল থেকে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।

বিভাগসমূহ:

1. জুনিয়র গ্রুপ: (যাদের জন্ম ২০০৯ থেকে ২০১৪ এর মধ্যে)

2. চ্যালেঞ্জ গ্রুপ: (যাদের জন্ম ২০০৩ থেকে ২০০৮ এর মধ্যে)

স্থান: অনলাইন

সুবিধাসমূহ: 

1.আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব

করার সুযোগ।

2. বিশ্বব্যাপী সেরা যুবাদের সাথে নেটওয়ার্ক তৈরির একটি প্ল্যাটফর্ম।

যোগ্যতা:

1. অংশগ্রহণকারীদের উপরে উল্লিখিত বিভাগগুলিতে মাপসই হতে হবে।

2. অংশগ্রহণকারীদের অবশ্যই বাংলাদেশের জাতীয়তা থাকতে হবে।

3. ২০০৩ সালের ১লা জানুয়ারি বা তারপরে জন্মগ্রহণ করা যেকেউ।

যোগ্য অঞ্চল: বাংলাদেশ 

আবেদনের শেষদিন: ০২রা সেপ্টেম্বর, ২০২১

আবেদন প্রক্রিয়া:

Apply Now লিঙ্কের মাধ্যমে আবেদন করুন

Apply Now

Official Link


Post a Comment

Previous Post Next Post